ইকবাল খন্দকারের গ্রন্থনা ও উপস্থাপনায় এশিয়ান টিভির জন্য নির্মিত হলো সাপ্তাহিক স্যাটায়ার শো ‘পণ্ডিতের পাঠশালা’। আগামী ২৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া নতুন ধারার এই অনুষ্ঠানটি প্রচার হবে প্রতি শুক্রবার রাত ১০টায়। প্রথম পর্বের অতিথি ড. ইনামুল হক এবং ফারুক আহমেদ। মো. হারুন-উর-রশীদের পরিকল্পনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন বাবুল আক্তার। প্রধান দুই অতিথি ছাড়াও প্রথম পর্বে থাকছে এমন এক বিশেষ অতিথির উপস্থিতি, যাকে এর আগে কখনোই কোনো টিভি অনুষ্ঠানে দেখা যায়নি। আর এটিই অনুষ্ঠানের অন্যতম চমক।
‘পণ্ডিতের পাঠশালা’ সম্পর্কে ইকবাল খন্দকার বলেন, ‘আমরা আমাদের সেরাটুকু ঢেলে দিতে বিন্দুমাত্র কার্পণ্য করিনি। তাই জোর দিয়ে বলতে পারি, এই অনুষ্ঠানের একেকটি পর্ব একেকভাবে বিনোদিত করবে দর্শকদের।’
বিডি-প্রতিদিন/২৫ অক্টোবর, ২০১৭/মাহবুব