টিভি পর্দার জনপ্রিয় অভিনেতা আবদুন নুর সজল। নাটক নিয়ে সারা বছরই ব্যস্ততা তার। অন্যদিকে নাটকের পরিচিত মুখ তানজিন তিশা। গত ঈদের পর থেকে এ দুই তারকা অনেকগুলো খন্ড নাটকে জুটি হয়ে অভিনয় করেছেন। এখনও করে যাচ্ছেন। সেই ধারাবাহিকতায় সম্প্রতি একটি খন্ড নাটকের শুটিং শেষ করলেন তারা।
এফডিসির সামনে প্রিয়াংকা শুটিং স্পটে এ নাটকের শুটিং শেষ হয়েছে । নাটকের নাম 'গ্লাডিয়েটর রিভেঞ্জ'। এটি রচনা ও পরিচালনা করেছেন সোলাইমান জুয়েল।
তবে নাটকটির নাম পরিবর্তন হতে পারে বলেও জানিয়েছেন নির্মাতা। এতে সজল ও তিশা স্বামী স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন।
নাটকটির গল্পে দেখা যাবে, দেশের অন্যতম নামকরা সুপারষ্টার সজল। তার বউ তিশা একটি এক্সিডেন্টে মৃত্যুবরন করেন। কিন্তু সজল মেনে নিতে পারে না। তাই স্ত্রীর বিয়োগে বার বার সেও সুইসাইড করতে চেয়েও পারছে না। বউ ছাড়া তার বেঁচে থাকাটা অর্থহীন বলে মনে হয়। কিন্তু সজলের স্ত্রীর মৃত্যু কী আসলেই একটি অ্যাকসিডেন্ড? এ প্রশ্ন থেকেই নাবিল নামের একজন সজলের পিছনে লাগে। ঘটনা মোড় নেয় অন্যদিকে।
এতে অভিনয় প্রসঙ্গে সজল বলেন,' সম্পর্কের টানাপড়েন ও জশ খ্যাতির অন্ধমোহে পড়ে মানুষের নানামূখী চরিত্রের দিক এতে ফুটিয়ে তুলা হয়েছে। নাটকের গল্পের কারণেই আমি আর তিশা একসঙ্গে অভিনয় করেছি। আশা করি নাটকটি দর্শকদের ভালো লাগবে।'
তানজিন তিশা বলেন,' নাটকের গল্পটি এক কথায় দারুন। কিছুটা থ্রিলার স্বাদও পাওয়া যাবে। মোট কথা নাটকটি দর্শকরা দেখে আনন্দ পাবেন বলে আমার বিশ্বাস।'
এতে সজল তিশা ছাড়াও আরও অভিনয় করেছেন, শতাব্দী ওয়াদুদ, নীলা,সোহান খান,এবং অপুর্ব জুনিয়ার। খুব শিগগিরই নাটকটি কোন একটি চ্যানেলে প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।
বিডি প্রতিদিন/ ২৫ অক্টোবর, ২০১৭/ ই জাহান