বলিউডের হার্টথ্রুব অভিনেত্রীদের মধ্যে একজন বিপাশা বসু। সিনেপর্দায় তার উপস্থিতি মানেই রোমান্সের ঢেউ।
চলতি বছরের শুরুর দিকে বলিউড তারকা করণ সিং গ্রোভারকে বিয়ে করেন এ অভিনেত্রী।
সম্প্রতি এ তারকা দম্পতিকে নিয়ে একটি কনডমের বিজ্ঞাপণ করেছে একটি কনডম প্রতিষ্ঠান। সাহসী রোমান্সে ওই বিজ্ঞাপনে ঝড় তুলেছেন এই তারকা দম্পতি।
যদিও এর আগে কখনও কনডমের বিজ্ঞাপনে দেখা যায়নি বিপাশাকে। স্বামীর সঙ্গে অভিনয় করা বিজ্ঞাপনটি বিপাশা নিজে তার ইন্সটাগ্রামে শেয়ার করেছিলেন। কিন্তু বিজ্ঞাপনটি দেখে খুশি হননি অনেক দর্শক। বিতর্কে মেতে উঠেছেন তারা। টুইটারে ট্রোলড করেছেনএই তারকা দম্পতিকে।
কেউ বলছেন, ‘এ বয়সে আর কী করবে।’ কেউ বলছেন, ‘কী আর করবে, হাতে ছবি নেই যে।’ আবার কারও পরামর্শ, ‘এর থেকে ব্লু ফিল্ম ট্রাই কর।’ অনেকে বলছে, ‘বিপাশার একটা ব্র্যান্ড ভ্যালু রয়েছে। তাই কনডমের বিজ্ঞাপন না করে ভালো সিনেমা করা উচিৎ।’ এমন আরও নানা কমেন্ট আসতে থাকায় কমেন্ট বক্সটি ডিজেবল করে দিতে বাধ্য হন বিপাশা।
কিন্তু বিপাশাও চুপ করে বসে থাকার পাত্রী নন। এ ইস্যুতে কড়া ভাষায় জবাব দিলেন এ অভিনেত্রী। টুইটারে আসা কমেন্টের জবাবে তিনি বলেছেন, ভারত জনসংখ্যায় দ্বিতীয় বৃহত্তম দেশ। অথচ সেক্স আর কনডম এখনও এখানে ট্যাবু। কনডমের সাহায্যে পরিবার ছোট রাখা সহজ, সুরক্ষিত যৌন সম্পর্কের জন্যও এর প্রয়োজন। তারা দু’জনেই চান এ বিষয়ে মানুষ সতর্ক হোক। আর সেজন্যই এই বিজ্ঞাপন করতে রাজি হয়েছেন বলে লিখেছেন বিপাশা। তার স্পষ্ট জবাব ‘কোনও ভুল করিনি।’
বিডি প্রতিদিন/ ২৫ অক্টোবর, ২০১৭/ ই জাহান