স্বনামধন্য চলচ্চিত্র প্রযোজক হার্ভে ওয়েনস্টিনের যৌন কেলেঙ্কারিতে টালমাটাল হলিউড। তবে হলিউডের বাইরে যে এমন ঘটনার নজির নেই- তা কিন্তু নয়। প্রিয়াঙ্কা চোপড়ার পর এ নিয়ে মুখ খুলেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা ইরফান খান। তার বক্তব্য, ভিন্ন ইন্ডাস্ট্রি হলেও বলিউডে একই ঘটনা ঘটছে।
ইরফান খান এও স্বীকার করেছেন, তিনি নিজেও এ ধরনের বহু প্রস্তাব পেয়েছেন। কাজ পাওয়ার জন্য অনৈতিক সমঝোতার প্রস্তাবও তাকে দেয়া হয়েছে। তবে কে বা কারা এ প্রস্তাবগুলো দিয়েছে তা বলেননি ইরফান খান।
বলিউডের পাশাপাশি হলিউডের কাজ করেছেন ইরফান খান। ৫০ বছর বয়সী এ অভিনেতা বলেন, 'পুরুষ এবং নারী অভিনেতাদের নিয়মিত এ ধরনের প্রস্তাবের মুখোমুখি হতে হয়। তবে এটা ঠিক যে, পুরুষদের চেয়ে নারীরাই হয়রানির শিকার বেশি হন। যৌন হয়রানির বিষয়টা নিজেই একটা বড় সমস্যা। তাই এ নিয়ে মুখ খোলা উচিত।' সূত্র : ইকোনমিক টাইমস
বিডি প্রতিদিন/২৬ অক্টোবর, ২০১৭/ফারজানা