বলিউডে অনেক অভিনেতা-অভিনেত্রীর ডেবিউ হয়েছে করণ জোহরের হাত ধরে। দক্ষিনী তারকা প্রভাসেরও এত দিনে বলিউডে হাতেখড়ি হয়ে যেত এই করণের হাত ধরেই। তেমন উদ্যোগও নাকি নিয়েছিলেন করণ। নিজের একটি প্রোজেক্টে নিতে চেয়েছিলেন প্রভাসকে। কিন্তু শেষমেশ নিজেই পিছিয়ে আসেন তিনি। অবশেষে ফাঁস হলো সেই রহস্য।
ভারতীয় সংবাদ মাধ্যম ডিএনএ-তে প্রকাশিত খবর অনুযায়ী, প্রভাসকে নিজের একটি ছবির জন্য প্রস্তাব দিয়েছিলেন করণ। করণের সেই প্রস্তাব ফিরিয়ে না দিলেও একটা বিশাল অঙ্কের পারিশ্রমিক দাবি করেন প্রভাস। যা শুনে শেষমেশ পিছিয়ে আসতে বাধ্য হয়েছিলেন করণ জোহর।
ডিএনএ-তে প্রকাশিত রিপোর্টের দাবি, করণের থেকে ছবির জন্য ২০ কোটি টাকা চেয়েছিলেন প্রভাস। যদিও এ সম্পর্কে প্রভাস বা করণের কোনও বিবৃতি এখনও মেলেনি।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর