বলিউড অভিনেত্রী কালকি কোচলিন স্যানিটারি ন্যাপকিনের উপর জিএসটি বসানোয় নাম উল্লেখ না করে নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে প্রশ্ন তুলেছেন। একটি ভিডিওতে অভিনেত্রী কালকি বলেন, “ঋতুস্রাব সূর্যোদয় এবং সূর্যাস্তের মতো একটা স্বাভাবিক এবং প্রাকৃতিক বিষয়। এখনও কেন ঋতুস্রাবের মত একটি বিষয় নিয়ে ট্যাবু রয়েছে। এমনকি একে করের আওতায় ফেলা হল।”
শুধুমাত্র আর্থিক প্রতিবন্ধকতার কারণে এখনও ভারতের প্রতি ১০জন নারীর মধ্যে চারজনই স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করতে পারেন না। অথচ এমন এক দৈনন্দিন এবং আবশ্যক পণ্যের ওপর ১২ শতাংশ পর্যন্ত জিএসটি চাপিয়েছে মোদি সরকার। মোদি সরকারের এই নীতির বিরুদ্ধেই সেইভিডিওতে প্রশ্ন তুলেছেন কালকি কোচলিন।
ভারত সরকারের জিএসটি সিদ্ধান্তকে কটাক্ষ করে কালকি ওই ভিডিওতে বলেন, “ধন্যবাদ। স্যানিটারি ন্যাপকিনে ১৩.৭ শতাংশ জিএসটি’র বড় মাসুল কমিয়ে ১২ শতাংশ করা হয়েছে। অথচ এখনও আমাকে ‘স্বাধীন থাকতে’ ১২ শতাংশ কর দিতে হচ্ছে।”
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর