মাত্র ১৭ বছর বয়সে ‘অবোধ’ সিনেমা দিয়ে বলিউডে হাতেখড়ি হয়েছিল মাধুরী দীক্ষিতের। তারপর ‘ধাক ধাক গার্ল’ হিসেবে বলিউডে পরিচিতি পেয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ধরণের নৃত্যশৈলীতেও অনেক নায়িকাদের পেছনে ফেলেছেন তিনি। কিন্তু সেই মাধুরী দীক্ষিত নাকি কখনও ট্রেনেও নাচ করতেন বলে জানা গেছে।
ভারতীয় সংবাদ মাধ্যম স্পটবয়-এর খবর অনুযায়ী, ছোট থেকেই নাকি নাচের প্রতি প্রবল আগ্রহ ছিল মাধুরী দীক্ষিতের। আর তাই কোথাও কিছু বাজতে শুরু করলেই কোমর দোলাতে শুরু করতেন মাধুরী। সম্প্রতি এক সাক্ষাতকারে মাধুরী বলেন, ছোটবেলায় একবার যখন মায়ের সঙ্গে ট্রেনে সফর করছিলেন, তখন আচমকাই ট্রেনের মধ্যে নাচ করতে শুরু করেন ছোট্ট মাধুরী। যা দেখে রীতিমত চমকে যান মাধুরীর মা। ‘জায়গায় এসে বসো’ বলে মেয়েকে ধমকানও তিনি।
এরপর বলিউডে যত পোক্ত হয়েছে মাধুরীর পায়ের নীচের জমি, তার চেয়েও বেশি শক্ত হয়েছে নৃত্য শিল্পী হিসেবে মাধুরীর কৃতিত্ব।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর