হার্ভি উইনস্টেইনের পর এবার হলিউড তারকা কেভিন স্পেসির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠল।তবে ওই ঘটনার জন্য সাথে সাথেই মাফ চেয়েছেন হলিউড কেভিন স্পেসি।
জানা গেছে প্রায় ৩০ বছর আগে এক শিশু শিল্পী পার্টিতে তার যৌন লালসার শিকার হয়। অভিযোগকারীও একজন অভিনেতা। তার নাম এ্যান্থনি র্যাপ, ওইসময় তার বয়স ছিল ১৪ বছর। তিনি ‘স্টার ট্রেক: ডিসকভারি’ সিনেমায় অভিনয় করেছেন।
র্যাপ অভিযোগ করেন, স্পেসি তাকে একদিন এক পার্টিতে নিমন্ত্রণ জানান এবং এরপরে ওই ঘটনার সময় স্পেসি মাতাল ছিলেন বলে তার ধারণা।স্পেসির বয়স তখন ছিল ২৬ বছর। তিনি বলেছেন, এমন কোন ঘটনার কথা সত্যিই আমার মনে পড়ছে না। যদিও সেটা ৩০ বছর আগের কথা।
তিনি বলেন, র্যাপ যেমনটা অভিযোগ করেছেন, আমি যদি সেসময় আসলেই ওরকম আচরণ করে থাকি, তাহলে মাতাল অবস্থায় ওই আচরণের জন্য আমি সত্যিই অনুতপ্ত এবং আমার তার কাছে ক্ষমা চাওয়া উচিত।
র্যাপ জানিয়েছেন, কয়েকদিন আগে হলিউডের মুভি মুঘল হার্ভি ওয়েনস্টেইনের হাতে ৫০ জনের বেশি নারীর যৌন হেনস্থার শিকার হওয়া নিয়ে যে কেলেঙ্কারির ঘটনা সামনে এসেছে, সেই প্রেক্ষাপটেই তিনি নিজের জীবনের ঘটে যাওয়া ঘটনা প্রকাশ করছেন।
তিনি বলেন, ১৯৮৬ সালে স্পেসির এ্যাপার্টমেন্টে আয়োজিত এক পার্টিতে তাকে হঠাৎ করে কোলে তুলে নেন স্পেসি। এরপর তাকে শোবার ঘরে নিয়ে যান। ঘটনার আকস্মিকতায় তিনি প্রথমে কিছু বলতে পারেননি।তার অভিযোগ এরপর স্পেসি তাকে হেনস্থার চেষ্টা করতে থাকেন। তখন তিনি দৌড়ে বাথরুমে ঢুকে পড়েন।
অভিযোগ শোনার পর অস্কারজয়ী অভিনেতা স্পেসি বলেন, এত বছর ওকে (র্যাপ) এমন একটি ঘটনা বয়ে বেড়াতে হয়েছে, এজন্য আমি সত্যিই দুঃখিত।"এ প্রসঙ্গে স্পেসি জানান যে নারী ও পুরুষ উভয় লিঙ্গের মানুষের সঙ্গে তার সম্পর্ক ছিল। তবে তিনি এখন একজন সমকামী হিসেবে জীবনযাপন করছেন বলে জানিয়েছেন।
সাম্প্রতিক সময়ে হলিউডের প্রযোজক ওয়েনস্টেইনের যৌন নিপীড়নের ঘটনা প্রকাশ পেলে অ্যাঞ্জেলিনা জোলি, গিনেথ প্যালট্রোসহ অনেক অভিনেত্রী তার হাতে নিপীড়নের শিকার হয়েছেন জানিয়ে মুখ খোলেন।যদিও ওয়েনস্টেইন প্রতিটি অভিযোগ অস্বীকার করেছেন। তার বক্তব্য, প্রতিটি সম্পর্কই হয়েছে সম্মতির ভিত্তিতে। তাই একে যৌন হেনস্তা বলা যায় না।
বিডিপ্রতিদিন/ ৩১ অক্টোবর, ২০১৭/ ই জাহান