চেক রিপাবলিকে অনুষ্ঠিত জিলাভা ইন্টারন্যাশনাল ডকুমেন্টরি ফিল্ম ফেস্টিভালে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য ছবি ‘ইন্টেরিয়র্স অ্যান্ড এক্সটেরিয়র্স’ পুরস্কার লাভ করেছে। চলচ্চিত্র নির্মাতা আশিক মোস্তফা নির্মিত এ ছবিটি 'ক্রাটকা রাডস্ট' (শর্ট জয়) পুরস্কার লাভ করেছে। এ পুরস্কারের অর্থমূল্য হিসেবে অনলাইন ডিস্ট্রিবিউশন এবং প্রচারণা বাবদ তিন হাজার ইউরো দেওয়া হয়েছে। খনা টকিজের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন রুবাইয়াত হোসেন।
মোবাইল ফোনে ধারণকৃত জিরো-বাজেটে নির্মিত ‘ইন্টেরিয়র্স অ্যান্ড এক্সটেরিয়র্স’ ঢাকা শহরের প্রতিদিনকার দেখা একটি আপাত সাধারণ দৃশ্যের সূক্ষ্ম ও ব্যঞ্জনাময় উপস্থাপন। একটিমাত্র শটে নেয়া ৮ মিনিটের এই চলচ্চিত্রটি যেন একটি চলমান স্থিরচিত্র যেখানে একই ফ্রেমে প্রতিফলিত হয়েছে সাধারণ মানুষের স্বাভাবিক ধর্ম চর্চা ও শ্রেণিবৈষম্যের ভিতর-বাইরের একটি চিত্র।
এদিকে উৎসবে অংশগ্রহণের অভিজ্ঞতা ব্যক্ত করে নির্মাতা আশিক মোস্তফা বলেন, একসঙ্গে এত অসাধারণ সব চলচ্চিত্র দেখতে পারা আমার দৃষ্টিভঙ্গিকে আরো প্রসারিত করেছে। এই ধরনের চলচ্চিত্র নির্মাণে আমি এখন আরো বেশি অনুপ্রাণিত।
বিডি প্রতিদিন/৩১ অক্টোবর ২০১৭/হিমেল