নিজের আত্মজীবনী ‘অ্যান অর্ডিনারি লাইফ’–এ বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি তার সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা করায় তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করা হল। আত্মজীবনীতে নওয়াজ তার সহ-অভিনেত্রী নিহারিকা সিং এবং সুনীতা রাজওয়ারকে ‘মিস লাভলি’ বলে সম্বোধন করেছেন। আর এই ‘মিস লাভলি’ শব্দ নিয়েই ক্ষুব্ধ হয়েছেন দিল্লির এক আইনজীবী।
সেই আইনজীবী নওয়াজের নামে ভারতের জাতীয় নারী কমিশনে অভিযোগ দায়ের করেছেন। আইনজীবীর মতে, ‘মিস লাভলি’ শব্দ ব্যবহার করে নওয়াজ তার সহ-অভিনেত্রীদের অসম্মান করেছেন। আইনজীবী গৌতম গুলাটি জানান, এ বিষয়ে নিহারিকা সিং বা অন্য আর এক অভিনেত্রী কিছুই জানেন না। তিনি তাদের সঙ্গে এ ব্যাপারে কোনও কথাও বলেননি।
গৌতম বলেন, ‘আমি নারী কমিশনে নওয়াজের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৪৯৭ এবং ৫০৯ ধারায় মামলা দায়ের করেছি। নওয়াজ যখন নিহারিকার সঙ্গে সম্পর্কে লিপ্ত হন, সেই সময় তিনি বিবাহিত। নওয়াজ তার স্ত্রীর কাছে গোটা বিষয়টি অন্ধকারে রেখেছিলেন।’
গৌতম গুলাটি জানান, এ ধরনের লেখা নিহারিকার ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলতে পারে। শুধুমাত্র টাকা ও প্রচার পাওয়ার জন্য একটি মহিলার সম্মানের কথা মাথায় না রেখে এ ধরনের লেখা বাজারে বিক্রি করা ঠিক নয়।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর