বিশ্বজুড়ে চলচ্চিত্র জগতে অভিনেত্রীদের থেকে অভিনেতাদের বেশি পারিশ্রমিক নিয়ে বিতর্কের অন্ত নেই। ২০১৭ সালে দাঁড়িয়েও এই বৈষম্য নিয়ে বহুবার বহু অভিনেত্রীই সরব হয়েছেন। এমনকী বলিউড ডিভা প্রিয়াঙ্কা চোপড়ার মতো অভিনেত্রীও এনিয়ে মুখ খুলেছিলেন।
তবে এই নিয়ম একেবারেই ভেঙে দিয়েছেন দীপিকা পাড়ুকন। মঙ্গলবার 'পদ্মাবতী'র ত্রি ডি ট্রেলার লঞ্জের সেই অনুষ্ঠানেই নিজের পারিশ্রমিক নিয়েই মুখ খুলেছেন তিনি। তার কথায়, তাঁর পারিশ্রমিক নিয়ে তিনি গর্বিত।
দীপিকা জানান, '' যে পারিশ্রমিক পেয়েছি তাতে আমি গর্বিত। তবে তার থেকেও আমি বেশি খুশি, যে নির্মাতা যে ফিল্মের জন্য এত টাকা বিনিয়োগ করেছেন, সেই ফিল্মের পোস্টার আমাকে কেন্দ্র করে তৈরি হয়েছে। এটা আমাকে আরও বেশি গর্বিত করে। এই সিনেমা একজন নারী চরিত্রকে কেন্দ্র করে তৈরি হয়েছে।''
সূত্রের খবর, পদ্মাবতী ছবিতে রণবীর সিং ও শহিদ কাপুরের থেকে দীপিকা নাকি বেশি পারিশ্রমিক পেয়েছেন। দীপিকা পেয়েছেন ১৩ কোটি টাকা, যেখানে রণবীর ও শাহিদ কাপুরকে দেওয়া হয়েছে ১০ কোটি করে।
ইতিমধ্যেই এই ছবির পোস্টার, প্রথম গান 'ঘুমর' মুক্তি পেয়েছে। ইউটিউবে এই গানের ভিউ ইতিমধ্যেই ৫ কোটি ছাড়িয়েছে। এখন শুধু 'পদ্মাবতী'র মুক্তির অপেক্ষাতেই রয়েছেন সিনেমাপ্রেমীরা।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর