'একটি সাধারন জীবন' (এন অর্ডিনারি লাইফ) নামে আত্মজীবনী প্রকাশ করে অসাধারণ ঝামেলায় পড়েছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী। তার বিরুদ্ধে ধর্ষণের মামলা পর্যন্ত হয়েছে। নীহারিকা সিং ও সুনীতা রাজওয়ারকে নিয়ে নওয়াজের বক্তব্য তীব্র সমালোচিত হয়েছে।
নওয়াজের সাবেক এই দুই প্রেমিকাই দাবি করেছেন, বইয়ের বিক্রি বাড়াতে নওয়াজ এমন কথা লিখেছেন বইতে। সাধারন আত্মজীবনীতে অসাধারণ মিথ্যা বলেছেন নওয়াজ। আর এসব তার দরিদ্র মানসিকতারই প্রমাণ দেয়।
দীর্ঘ নিরবতা ভেঙে মঙ্গলবার টুইট করেন নওয়াজ। সেই টুইটে নওয়াজ লিখেন, 'যাদের অনুভূতিতে আমি আঘাত করেছি সবার কাছে ক্ষমা চাইছি। আত্মজীবনী নিয়ে যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে তার জন্য আমি অনুতপ্ত। বইটি বাজার থেকে তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি।'
বিডি প্রতিদিন/১ নভেম্বর, ২০১৭/ফারজানা