'রেস' ও 'রেস-টু'র পর এবার 'রেস-থ্রি' তৈরি করতে চলেছে রমেশ তুরানির প্রযোজনা প্রতিষ্ঠান এবং সালমান খান ফিল্মস। কিন্তু ছবিটির প্রধান অভিনয়শিল্পীদের নির্বাচন নিয়ে বেশ সোরগোল চলছে। সিরিজের আগের দুটি ছবির মতো নতুন ছবিতে সাইফ আলি খান এবং 'রেস টু'র নায়িকা দীপিকা পাড়ুকোনের থাকার কথা শোনা গিয়েছিল। তবে ভারতীয় গণমাধ্যমে নতুন খবর, সাইফ আলির পরিবর্তে সালমান খান এবং দীপিকার পরিবর্তে জ্যাকুলিন ফার্নান্দেজ 'রেস থ্রি'-তে অভিনয় করবেন।
এছাড়াও, ছবিটির একটি নেতিবাচক চরিত্রে শাহরুখ খানকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে বলিউড বাদশা সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।
এছাড়া, 'রেস থ্রি'র একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ববি দেওলকে। আর ছবিটিতে সালমান খানের সঙ্গে থাকছেন হুমা কোরেশির ভাই এবং ব্যবসাসফল “মুঝে ফ্রান্ডশিপ কারোগে” ছবির অভিনেতা সাকিব সালিম। অভিনয়ে সেরা নতুন মুখ হিসেবে তিনি লাভ করেছিলেন ফিল্মফেয়ার পুরস্কার। খুব দ্রুত সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ছবিটির শ্যুটিং শুরু হবে বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/০১ নভেম্বর, ২০১৭/মাহবুব