আমিশা প্যাটেল। বলিউডের এ অভিনেত্রীকে 'কহো না পেয়ার হ্যায়'-র সুবাদেই চিনেছেন সিনেপ্রেমীরা।এরপর বেশ ক’টি ছবি করলেও দর্শকদের নজরে আসতে পারেননি এ অভিনেত্রী।বলতে গেলে ইদানীং দীপিকা-শ্রদ্ধা-আলিয়াদের ভিড়ে আর তাঁকে খুঁজেই পাওয়া যায় না।
সেই আমিশা প্যাটেলেই এবার নেট দুনিয়ায় ঝড় তুললেন। পোস্ট করেছেন খোলামেলা পোশাকের ছবি।
সম্প্রতি খুব ভোরে উঠে ইনস্টাগ্রামে একটি ছবিটি পোস্ট করেছিলেন আমিশা। পোস্ট করে লেখেন, “সকাল ৭ টায় শুটিং। যার জন্য ভোর ৫ টায় উঠে তৈরি হতে হচ্ছে। ভীষণ ঘুম পাচ্ছে। কফি পান করতেই হবে।”আরেকটি ছবিতে ‘হামরাজ’-এর নায়িকার বক্তব্য, “সকাল সাতটার শিফট শুটিং আছে।”
সানিয়া মির্জা থেকে মিতালি রাজ, জাহ্নবী কাপুর থেকে এষা গুপ্তা, পোশাকের জন্য কম বেশি সব তারকাদেরই নেটিজেনদের রোষের মুখে পড়তে হয়েছে। খোলামেলা পোশাক পড়লেই উড়ে আসে অশালীন মন্তব্য। এমনকী যৌনকর্মীদের সঙ্গেও তুলনা টানা হয়। আর তাই বাদ যাননি আমিশাও।তবে সেগুলো গায়ে মাখছেন না এ অভিনেত্রী।
বিডিপ্রতিদিন/ ০১ নভেম্বর, ২০১৭/ ই জাহান