১৬ বছর পর রিয়াজ-শাবনূর জুটি অভিনীত 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ' ছবির সিক্যুয়াল নির্মাণ করা হচ্ছে। ছবির পরিচালক দেবাশীষ বিশ্বাস নিজেই এ ঘোষণা দিয়েছেন।তিনি এখন 'চল পালাই' নামের একটি ছবি নিয়ে ব্যস্ত। ছবিটি মুক্তির পরই সিক্যুয়েলটির কাজ শুরু করবেন।
২০০১ সালে মুক্তি পেয়েছিল 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ' ছবিটি। পরের বছরই কলকাতায় ছবিটির রিমেক করেন হরনাথ চক্রবর্তী।প্রসেনজিৎ ও ঋতুপর্ণা অভিনীত ছবিটি সেখানেও ব্যবসাসফল হয়।
দেবাশীষ বিশ্বাস বলেন, মানুষের অনেক ভালোবাসা পেয়েছি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ নির্মাণ করে। এরপর নিজের মধ্যে দায়বদ্ধতাও অনেক বেড়েছে। এবার ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-টু’ নির্মাণেও সবার ভালোবাসা পাবো বলে আশা করছি।
‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-টু’ ছবিটি প্রযোজনা করবে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড (আরটিভি)।এ নিয়ে চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। দেবাশীষ বিশ্বাস বলেন, 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ' ছবির সাফল্যের পর অনেকেই ছবিটির সিক্যুয়ালে প্রযোজনা করতে আগ্রহ দেখিয়েছেন। আমার স্বপ্ন ছিল আমাদের স্বপ্নযাত্রায় বড় একটা প্লাটফর্ম যুক্ত হোক। এবার সেই স্বপ্নটি পূরণ হয়েছে।
বিডি প্রতিদিন/২ নভেম্বর, ২০১৭/ফারজানা