জহির রায়হানের ছোট গল্প 'একটি জিজ্ঞাসা' অবলম্বনে নির্মাণ করা হল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'একটি জিজ্ঞাসা'। রং মিস্ত্রীর প্রযোজনায় এটি চিত্রনাট্য ও নির্মাণ করেছেন সাফিন আহমেদ অশ্রু। পুরান ঢাকার ওয়ারী ও নারিন্দায় এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের চিত্রধারণ করা হয়।
নির্মাতা সাফিন আহমেদ অশ্রু জানান, এটি ফেস্টিভালের জন্য বানানো হয়েছে। ‘একটি জিজ্ঞাসা’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন- পংকজ মজুমদার ও মিম। ফেস্টিভালে প্রদর্শনির পর এটি নিজস্ব ইউটিউব চ্যানেলে রিলিজ হবে বলে জানান নির্মাতা।
বিডি প্রতিদিন/এ মজুমদার