বলিউডের ড্রিম গার্ল ও বিজেপির সাংসদ হেমা মালিনি মাথুরা স্টেশন পরিদর্শনে গিয়েছিলেন। কারণ তিনি মাথুরা কেন্দ্রের সাংসদ। সেই সময় আচমকা স্টেশনে ঢুকে পড়ে একটি ষাঁড়। তেড়ে যায় তার দিকে। আর সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল।
সেই ভিডিওতে দেখা যাচ্ছে, মথুরা স্টেশনের প্ল্যাটফর্ম ঘুরে দেখছেন হেমা মালিনি। সেই সময়ই একটি ষাঁড় তেড়ে আসে তাদের দিকে। হেমার নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসাররা ষাঁড়টিকে বাগে আনার চেষ্টা করেন। তবে সেই চেষ্টা ব্যর্থ হয়। হেমাকে ঘিরে ফেলেন পুলিশ কর্মীরা। ষাঁড়ের গুঁতোয় অবশ্য কেউ জখম হননি।
সম্প্রতি ভারতের রেলমন্ত্রী পীযূষ গোয়েল সাংসদদের নিজের কেন্দ্রের রেলস্টেশনগুলির অবস্থা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন। সেজন্যই মাথুরা স্টেশনে গিয়েছিলেন ড্রিম গার্ল। কিন্তু ষাঁড় তো ভিভিআইপিকে চেনে না।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর