বলিউড অভিনেতা শহীদ কাপুর ও মীরা রাজপুত দম্পতির প্রচ্ছদ ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে। একটি ম্যাগাজিনের কভার পেজে একসঙ্গে দেখা গেছে এ দুজনকে।
বিয়ের পর থেকে দাম্পত্য জীবনে মধুর এলিমেন্ট এঁদের প্রচুর।প্রেমের অনেক রঙিন ফ্রেম এঁরা উপহার দিয়েছেন।
মীরাকে ২০১৫ সালে বিয়ে করেন শহীদ কাপুর। তবে উচ্চবিত্ত পরিবারের মেয়ে হলেও বলিউডি ঘরানার সঙ্গে খুব বেশি যোগ ছিল না তাঁর মিরার। কিন্তু ধীরে ধীরে দু' বছর পেরিয়ে তিনিও আজ গ্ল্যামার জগতের বাসিন্দা।
সুন্দরী মীরা তাই এখন জনপ্রিয় ম্যাগজিনের কাভার পেজে আসার যোগ্যতাও অর্জন করে নিয়েছেন। প্রথম কভার পেজ অ্যাপিয়ারেন্সে তাঁর সঙ্গী তাঁর হাবি শহিদ কাপুর। প্রথম সব কিছুর আনন্দই আলাদা।আর তাই আবেগে ভেসে শহিদের বউ নিজেদের ম্যাগাজিনের কাভার পেজের ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিয়েছেন।
বিডিপ্রতিদিন/ ০২ নভেম্বর, ২০১৭/ ই জাহান