বদিউল আলম খোকনের 'কাঙ্গাল' ছবিটি দিয়েই দীর্ঘ দিন পর বড় পর্দায় ফিরছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। ত্রিভুজ প্রেমের এ ছবিতে অপুর নায়ক দুই জন। ডিএ তায়েব ও বাপ্পি চৌধুরী। এ বছরই 'সোনাবন্ধু' ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় ডিএ তায়েবের।
অপু বিশ্বাস বলেন, এক মাস হাতে সময় আছে আমার। এরমধ্যে নিজেকে গুছিয়ে নিয়ে নতুন ছবির কাজ শুরু করতে চাই। আশা করি, ভালো একটি কাজ হবে এটি।
কাশেম আলী দুলালের চিত্রনাট্যে 'কাঙ্গাল' ছবির গল্পটি তিন শীর্ষ সন্ত্রাসীকে ঘিরে। এতে আরও অভিনয় করবেন মিশা সওদাগর, আনোয়ারা বেগম, অরিন প্রমুখ।
বিডি প্রতিদিন/৩ নভেম্বর, ২০১৭/ফারজানা