বলিউড অভিনেতা শাহরুখ খান বৃহস্পতিবার নিজের ৫২ তম জন্মদিন পালন করেন। বেশ আনন্দেই কেটেছে দিনটি। সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন, কেক কেটেছেন। মুম্বাইয়ের বান্দ্রায় কিং খানের বাসভবন মান্নাতের সামনে শুভেচ্ছা জানাতে জড় হন শত শত ভক্ত। ছোট ছেলে আব্রামকে নিয়ে বারান্দায় এসে ভক্তদের শুভেচ্ছার জবাব দিয়েছেন শাহরুখ। সেলফি তুলেছেন। সেগুলো সামাজিক মাধ্যমেও পোস্ট করেছেন।
এরপর শাহরুখ পরিবারের সদস্যদের নিয়ে আলীবাগে গেছেন অবকাশ কাটাতে। সঙ্গে দীপিকা-আলিয়া-করণ জোহরদের মতো বড় বড় তারকারাও ছিলেন।
শাহরুখের জন্মদিন বেশ আনন্দে কাটলেও বিপাকে পড়েছেন শুভেচ্ছা জানাতে আসা শত শত ভক্ত। মান্নতের সামনে বিশৃঙ্খলা সৃষ্ঠি হওয়ায় পুলিশের লাঠির বাড়ি খেতে হয়েছে তাদের। হুড়োহুড়ো করতে গিয়ে ফোন হারিয়ে ফেলেছেন অনেকে। এ পর্যন্ত ১৩ জন পুলিশে নালিশ দিয়েছেন। সূত্র : হিন্দুস্থান টাইমস
বিডি প্রতিদিন/৩ নভেম্বর, ২০১৭/ফারজানা