জনপ্রিয় বলিউড নির্মাতা সঞ্জয় লীলা বানশালির 'পদ্মাবতী' ছবিটি এখনো মুক্তি পায়নি। এরইমধ্যে পরবর্তী ছবির ঘোষণা দিয়েছেন তিনি। ছবিটিতেও নায়িকা হচ্ছেন দীপিকা পাড়ুকোন। বানশালির 'পদ্মাবতী'তে রানির ভূমিকায় আছেন দীপিকা। তার 'রাম-লীলা', 'বাজিরাও মাস্তানি'তেও নায়িকার ভূমিকায় ছিলেন দীপিকা।
হিন্দি ও পাঞ্জাবি ভাষার জনপ্রিয় কবি অমৃতা প্রিতমের ওপর ছবিটি নির্মাণ করা হচ্ছে। ভারত-পাকিস্তান দুই দেশের মানুষের কাছেই সমাদৃত কবি অমৃতা প্রিতম। বানশালির ছবিতে অমৃতার চরিত্রে দেখা যাবে দীপিকাকে। ভারতের জনপ্রিয় গীতিকার ও কবি সাহির লুধিয়ানভির সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল অমৃতার। কিন্তু তাদের বিয়ে হয়নি। ছবিতে সাহিরের চরিত্রটিও থাকছে। এ চরিত্রে অভিনয় করবেন অভিষেক বচ্চন।
বিডি প্রতিদিন/৩ নভেম্বর, ২০১৭/ফারজানা