আলিয়া ভাট ও সিদ্ধার্থ মালহোত্রার ভক্তদের জন্য সুখবর বলাই যায় হতাশ হয়েছিলেন ভক্তরা। কিছুদিন হল ফের একসঙ্গেই দেখা যাচ্ছে সিধার্থ ও আলিয়াকে। কিছুদিন আগে দিওয়ালি পার্টিতে তাঁদের ঘনিষ্ঠভাবে হাসি ঠাট্টার ছবি ইন্টারনেটে ভাইরাল হয়। সেই থকেই শুরু হয়ে যায় জল্পনা, অভিমান ভেঙ্গে ফের কাছাকাছি আসছেন আলিয়া-সিদ্ধার্থ।
সেই জল্পনাই আরও কিছুটা বাড়িয়ে দিল শাহরুখ খানের বার্থডে পার্টি। শাহরুখের আলিবাগের বাংলোয় পার্টি শেষে ফেরার সময় একসঙ্গেই দেখা গেল এই যুগলকে। সূত্রের খবর, আলিয়া-সিদ্ধার্থ ফের কাছাকাছি এসেছেন। আর তাদেরকে ফের কাছাকাছি আসতে সাহায্য করেছেন করণ জোহর।
জানা গেছে, করণই নাকি তাদেরকে বুঝিয়েছেন যে তারা আসলে 'মেড ফর ইচ আদার'। আরও একটা মজার বিষয় কিং খানের বার্থ ডে পার্টিতে যে স্টাইপ টি-শার্টে সিদ্ধার্থকে দেখা গিয়েছিল, পরদিন একদমই একই ধরণের টি-শার্টে দেখা গেল আলিয়াকেও। তবে কি সিদ্ধর্থের টি-শার্টই পরদিন পরেছিলেন আলিয়া!
প্রসঙ্গত, শুক্রবারই মুক্তি পেয়েছে সিদ্ধার্থের সিনেমা 'ইত্তেফাক' আর খুব শীঘ্রই আশিকি থ্রি-তে ফের একসঙ্গে দেখা যাবে এই লাভ বার্ডকে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর