পাঁচ বছরেরও বেশি সময় ধরে দীপিকা ও রণবীর একে অপরের সঙ্গে সম্পর্কে থাকলেও সম্পর্ক কোনওদিনই প্রকাশ্যে মুখ খোলেননি তারা। কিন্তু তাদের দু’জনের সম্পর্ক যে বন্ধুত্ত্বের থেকেও কিছু বেশি তা সংবাদমাধ্যম প্রমাণ করে দিয়েছিল। যদিও শোনা যাচ্ছে, সম্প্রতি তাদের সম্পর্কে দুরত্বের সৃষ্টি হয়েছে।
পদ্মাবতীর থ্রিডি ট্রেলার মুক্তির দিনই বিষয়টি সকলের চোখে পড়ে। যেখানে পদ্মাবতী ছবির কোনও শীর্ষ অভিনেতা–অভিনেত্রীকেই দেখা যায়নি। সূত্রের খবর, দীপিকা এই অনুষ্ঠানে আসবেন না বলেই সকলে জানতেন। কিন্তু হঠাৎই দীপিকা একাই অনুষ্ঠানে চলে আসেন। এমনকী, তার দু’জন সহ-অভিনেতা শহিদ ও রণবীরকেও এ বিষয়ে কিছু জানাননি।
জানা গেছে, ছবির শীর্ষ অভিনেতারা এই অনুষ্ঠানে যোগ দেবেন না, সে বিষয়ে তারা উদ্যোক্তাদের কিছু বলেননি। কারণ শহিদ সে সময় বাড়িতেই ছিলেন এবং রণবীর ফুটবল খেলছিলেন। তাই মনে হচ্ছে, দীপিকা চাইছিলেন না তিনি তার দুই সহ-অভিনেতাদের সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দিতে।
সূত্র মারফত আরও জানা যায়, দীপিকার এরকম আচরণে রণবীর বেশ ক্ষুব্ধ। রণবীর-দীপিকা শুধু সহ-অভিনেতাই নয়, তাদের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এই ঘটনার পর থেকেই দীপিকার সঙ্গে রণবীরের কোনও কথাবার্তা নেই। তবে এই প্রথমবার নয়, এর আগেও রণবীর-দীপিকার সম্পর্ক ভেঙে যাওয়া নিয়ে বহু গল্প বি টাউনে শোনা গেছে। এখন দেখার বিষয়, এটাও নিছকই রটনা না এর মধ্যে আসল সত্য লুকিয়ে রয়েছে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর