সুনীল গ্রোভারের সঙ্গে প্রকাশ্য ঝামেলার পর পেশাদার জীবনে বেশ বড় ধাক্কা খেয়েছেন কপিল শর্মা। তারই জেরে বন্ধ হয়ে যায় তার জনপ্রিয় শো ‘দ্য কপিল শর্মা শো’। এরপরই বিয়ে করতে আপত্তি তুললেন তার বান্ধবী গিন্নি ছত্রাতও।
সূত্রের খবর, বিয়ে করার জন্য বিশেষ একটি শর্ত দিলেন কপিলের দীর্ঘদিনের বান্ধবী গিন্নি ছত্রাত। তা হলো, অভিনয় জীবনকে কলঙ্কমুক্ত করতে হবে। পাশাপাশি কপিলকে মদ খাওয়া একেবারেই বন্ধ করে দিতে বলেছেন। এ সব শর্ত পূরণ করলে তবেই নাকি কপিলকে বিয়ে করবেন গিন্নি বলে জানা গেছে।
ইন্ডাস্ট্রি সূত্রে খবর, দুই পরিবারই চায় কপিল ও গিন্নির বিয়েটা হোক। কিন্তু পাত্রী নিজে বেঁকে বসলে তো কিছু করার থাকে না। তবে কপিল নাকি গিন্নির শর্ত পূরণের সব রকম চেষ্টা করছেন। ইতিমধ্যেই তিনি মদ খাওয়া একেবারেই ছেড়ে দিয়েছেন। পাশাপাশি তাঁর অভিনয় ক্যারিয়ারকেও ত্রুটিমুক্ত করার চেষ্টা করছেন।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর