একমাত্র ছেলে আব্রামকে দেশে রেখে চিকিৎসার জন্য একা কলকাতায় পাড়ি জমিয়েছেন অপু বিশ্বাস। যাওয়ার সময় ঘরের বাইরে তালা দিয়ে যান তিনি। অপুর স্বামী শাকিব খান নিজেই এ তথ্য জানিয়েছেন।
শাকিব এও বলেছেন, অপু আমার ছেলেকে আমার বাবা মায়ের কাছে রেখে যেতে পারতো, নতুবা সঙ্গে নিয়ে যেত। সে এর কোনোটাই না করে আমার ছেলেকে কাজের মেয়ের জিম্মায় রেখে বিদেশ চলে গেল!
এ নিয়ে সংবামাধ্যমেরও প্রশ্নের মুখে পড়েছেন অপু। উত্তরে বেশ বিস্ফোরক তথ্যই দিয়েছেন ঢালিউডের আলোচিত এ নায়িকা।
অপু বলেন, কিছু দিন আগেইতো জয়ের জন্মদিন অনুষ্ঠান করা হয়েছিল। জয়ের দাদা-দাদি বা ফুপুকে দেখেছেন? দেখেননি। তারা কোনো দিন জয়কে দেখতে আমার বাসায় আসেননি। তাহলে আমি কীভাবে তাদের কাছে রাখবো বলেন। আমি কলকাতায় আসার সময় জয়কে কোলে নিয়ে অনেক কান্না করেছি। কারণ জয়ের ভাগ্য হয়নি ওর দাদা-দাদির বাসায় থাকার।
বিডি প্রতিদিন/১৮ নভেম্বর, ২০১৭/ফারজানা