কিংবদন্তি নির্মাতা ও লেখক জহির রায়হানের ছোটগল্প 'হারানো বলয়' অবলম্বনে 'হারানো অধ্যায়' নামে একটি বিশেষ নাটক নির্মাণ করেছে বাংলাদেশ টেলিভিশন।
বিশ্ব টেলিভিশন দিবস উপলক্ষে নির্মিত এ নাটকের নাট্যরূপ দিয়েছেন রাব্বী আহমেদ। তিনি বলেন, মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, সম্পর্কের সংকট, প্রাক্তন প্রেমের টানাপড়েন, বিশ্ববিদ্যালয় জীবনের বিচিত্র অনুষঙ্গ, স্মৃতিময়তা ও যাপিত জীবনের বিচিত্র দিক ফুটে উঠেছে নাটকে।
সম্প্রতি 'হারানো অধ্যায়' নাটকটির শুটিং শেষ হয়েছে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ। তার বিপরীতে অভিনয় করেছেন আদনান ফারুক হিল্লোল।'হারানো অধ্যায়' নাটকটি প্রযোজনা করেছেন এল রুমা আক্তার।
'হারানো অধ্যায়' নাটকটি আগামী ২২ নভেম্বর বিটিভিতে প্রচার হবে। এতে অভিনয় প্রসঙ্গে অপর্ণা ঘোষ বলেন, এমন একজন বড় মাপের মানুষের গল্পের আবহে নির্মিত নাটকে আমি কাজ করেছি এটা অনেক বড় পাওয়া। আবেগ জাগানো একটি গল্প। আশা করি নাটকটি সবার পছন্দ হবে।
বিডি প্রতিদিন/১৯ নভেম্বর, ২০১৭/ফারজানা