জন্মদিনে বিয়ের ঘোষণা দিয়েছেন ঢালিউডের চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। বিয়েটা মা-বাবার সিদ্ধান্তেই করছেন। তার জন্য পাত্রী দেখাও শুরু হয়ে গেছে। সম্প্রতি নিজের জন্মদিন অনুষ্ঠান পালন করেন বাপ্পী। সেই অনুষ্ঠানের এক ফাঁকে নতুন বছরে বিয়ে করবেন বলেও ঘোষণা দেন। সেখানে বাপ্পী আরও জানান, নতুন বছরে তিনি বিয়ের তারিখ সবাইকে জানাবেন।
বর্তমানে গাজী জাহাঙ্গীরের নতুন ছবি ‘প্রেমের বাঁধন’ নিয়েও বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন বাপ্পী। তিনি বলেন, গত বছর থেকেই মা-বাবা আমার জন্য পাত্রী দেখা শুরু করেছেন। জন্মদিনের সকালে মা-বাবাকে জানিয়ে দিয়েছি, আমি বিয়ের জন্য এখন প্রস্তুত। তোমরা যাকে পছন্দ করবে তাকেই বিয়ে করব। তাই মা-বাবার পছন্দেই আমি বিয়ে করব বলে সিদ্ধান্ত নিয়েছি।
বিডি প্রতিদিন/৯ ডিসেম্বর, ২০১৭/ফারজানা