৪ ডিসেম্বর কলকাতার অভিনেত্রী পাওলি দামের বিয়ে হয়েছে গুয়াহাটির ব্যবসায়ী অর্জুন দেবের সঙ্গে। শুক্রবার গুয়াহাটিতে অর্জুনের বাড়িতে আয়োজন করা হয়েছিল ঘরোয়া বৌভাতের অনুষ্ঠান।
লাল শাড়ি, সিঁদুরের টিপ, শাঁখা-পলা, সোনার গয়নায় সেজেছিলেন পাওলি। বাঙালি রীতি মেনেই দুপুরে হয়েছে পাওলির ভাত-কাপড়ের অনুষ্ঠান। বিয়ের মতো বৌভাতেও কোনো নিয়মই বাদ দিতে চাননি পাওলি।
বৌভাতের ঘরোয়া অনুষ্ঠানের খাবারের মেনুতে বাঙালি খাবারের আয়োজনই ছিল। তবে আগামী রোববার গুয়াহাটির পাঁচ তারকা ভিভান্ত বাই তাজ হোটেলে আয়োজন করা হয়েছে বিবাহোত্তর অনুষ্ঠানের।
বিডি প্রতিদিন/৯ ডিসেম্বর, ২০১৭/ফারজানা