বিরাট নন, আনুশকার ফার্স্ট ক্রাশ ছিলেন অন্য কেউ। কিছুদিন আগে সিফি ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে আনুশকা জানিয়েছিলেন, তার ফার্স্ট ক্রাশ ছিলেন ভারতীয় সেনার মেজর গোপী সিংহ রাঠৌর।
আনুশকা বলেছিলেন, ‘‘আমার রিয়েল লাইফ হিরো মেজর গোপী সিংহ রাঠৌর। সত্যিটা হল, ও ছিল আমার ফার্স্ট ক্রাশ। কিন্তু ও আর আমাদের মধ্যে নেই। জম্মু-কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে ওর মৃত্যু হয়।’’
মেজর রাঠৌর দেহরাদূনে ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমির ১৯৯২ ব্যাচের কর্মকর্তা ছিলেন। ‘সোর্ড অফ অনার’ সম্মান পেয়েছিলেন তিনি।
প্রসঙ্গত, আনুশকার বাবা অজয় কুমার শর্মাও ভারতীয় সেনা কর্মকর্তা ছিলেন। ১৬ গাঢ়ওয়াল রাইফেলের অফিসার ছিলেন গোপী। ২০০৫-এর ১০ নভেম্বর জঙ্গিদের গুলিতে প্রাণ হারান তিনি।
আনুশকার কথায়, ‘‘গোপী এমন একজন, যার দিতে আমি তাকিয়ে থাকতাম। শুধু কর্মকর্তা হিসেবে ওর কৃতিত্বের জন্য নয়। ও মানুষ হিসেবেও আসাধারণ ছিল। মহিলারা একজন পুরুষের মধ্যে যা যা চান, গোপীর মধ্যে তার সব কিছুই ছিল।
বিরাট কোহালির সঙ্গে বিয়ের গুঞ্জনের মধ্যেই আনুশকার ফার্স্ট ক্রাশের কাহিনি আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন