ঢাকাইয়া সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান। কিন্তু এই শাকিব খানের সিনেমা জগতের পথচলা শুরু নৃত্য পরিচালক (কোরিওগ্রাফার) অাজিজ রেজার হাত ধরে। শুরুর দিকে শাকিবকে পরিচালকদের কাছে এই আজিজ রেজাই নিয়ে যেতেন। পরিচালকদের বলতেন, ওকে কাজের সুযোগ দেন, ও পারবে! ঢাকাই চলচ্চিত্রে শাকিবের শুরুটা এভাবেই।
দীর্ঘ ১৫ বছর পর ফের শাকিব খান ও আজিজ রেজা একই সিনেমাতে কাজ করেছেন। সবশেষ ২০০৩ সালে তারা একসঙ্গে কাজ করেছিলেন। কিন্তু শাপলা মিডিয়া প্রযোজিত ও উত্তম আকাশ পরিচালিত ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা’ ছবির একটি আইটেম গানের কোরিওগ্রাফির মাধ্যমে ফের একসঙ্গে কাজ করলেন তারা। যদিও এর আগে শাকিবের প্রায় ১২ থেকে ১৩ টি সিনেমায় গানের কোরিওগ্রাফি করেছেন তিনি।
এ প্রসঙ্গে আজিজ রেজা বলেন, শাকিবের সঙ্গে ১২ থেকে ১৩ টি ছবিতে কাজ করেছি। এবার ১৫ বছর পর আবার কাজ করলাম। তবে এই আইটেম গানে শাকিব নেই। আইটেম গানে আমার কোরিওগ্রাফিতে নেচেছেন তানহা মৌমাছি।'
শাকিব সম্পর্কে আজিজ রেজা বলেন, 'শাকিব এখন দেশসেরা নায়ক। আমাকে সে এখনও আগের মতোই রেসপেক্ট করে। ওর সাথে আমার কোনো ঝামেলা হয়নি, ও আমাকে কোনো অসম্মান করেনি। কিছু লোক আমার কাছে এসে ওর নামে আবোলতাবোল বলতো, আবার ওর কাছে গিয়ে আমাকে নিয়ে আবোলতাবোল বলতো।'
তিনি বলেন, অনেকেই মনে করে আমাদের মধ্যে মনোমানিল্য রয়েছে, কিন্তু না। ও আমাকে বাবার মতো সম্মান করে। নায়ক হলে অনেক কিছুই করতে হয়, অনেক জায়গায় যেতে হয়, সেজন্য সবসময় দেখা সাক্ষাৎ হয়না।
বিডিপ্রতিদিন/ ১২ মার্চ, ২০১৮/ ই জাহান