বলিউডের হালের হার্টথ্রব অভিনেত্রীদের মধ্যে বেশ দর্শক প্রিয় ক্যাটরিনা কাইফ ও দীপিকা পাড়ুকোন। তবে তাদের দুজনের মধ্যকার দ্বন্দ্বের বিষয়টিও বেশ আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে বলিপাড়ায়। কারণ দু’জনের সম্পর্ক বেশ তিক্ত।
শোনা যায়, কাটরিনার জন্যই নাকি একসময় রণবীর কাপুরের সঙ্গে সম্পর্ক ভেঙেছিল দীপিকার। আর তারপর থেকে এরা একে অন্যকে এড়িয়েই চলেন। তবে দীপিকা ও কাটরিনা দু’জনেরই ফিটনেস ট্রেনার ইয়াসমিন করাচিওয়ালা।
সম্প্রতি, ইয়াসমিনের ফিটনেস জিমে গিয়েছিলেন দীপিকা তার সঙ্গে দেখা করতে। সেখানে গিয়ে বাইরে দেখেন কাটরিনার গাড়ি দাঁড় করানো রয়েছে। আর তা দেখামাত্রই জিমে না ঢুকে গাড়ি নিয়ে সেখান থেকে একরকম পালিয়েই গেলেন তিনি।
প্রসঙ্গত, কিছুদিন আগে প্রকাশ্যে এক সাক্ষাৎকারে দীপিকা তার বিয়েতে কাটরিনাকে নিমন্ত্রণ না করার কথা স্পষ্ট জানিয়েও দেন। এ নিয়ে সেসময় বলিউডে বেশ সমালোচনাও তৈরি হয়।
বিডিপ্রতিদিন/ ১২ মার্চ, ২০১৮/ ই জাহান