সে ৫০ বছর আগের কথা। তরুণ বিগ বি তখন 'স্ট্রাগল' করেছেন। সেই দিনগুলোতে যেমন দেখতে ছিলেন, সেই পুরনো একটি ছবি সম্প্রতি ইন্সস্টাগ্রামে পোস্ট করেন অমিতাভ বচ্চন। ছবি ও বিগ বি'র বার্তা যথারীতি ভাইরাল।
তারপর তার রসিক মন্তব্য, 'একটি সিনেমার জন্য আমার অ্যাপ্লিকেশন পিকচার। ১৯৬৮ সাল। খারিজ হয়ে যাওয়ায় আশ্চর্য হইনি।'
এরপর বিগ বি-র সংযোজন, তখন খারিজের সংখ্যা প্রচুর ছিল। ইন্টারভিউ দিতে যেখানেই যেতাম, শুনতাম, হয় আমি ওই ছবিটির যোগ্য নই। নয়তো আমি বেশিই লাজুক। ওই সময় যা অবস্থা ছিল, তাতে চাকরি না পাওয়াই স্বাভাবিক।
বিডি প্রতিদিন/২১ মার্চ ২০১৮/আরাফাত