বলিউডে অমিতাভ বচ্চনের পর প্রবীনদের মধ্যে ট্যুইটারে বেশ সক্রিয় অভিনেতা ঋষি কাপুর৷ সবসময়ই টুইটারে কিছু না কি পোস্ট করেই যাচ্ছেন তিনি৷ কখনও তা বিতর্ক ছড়াচ্ছে কখনও আবার ট্রোলডও হচ্ছে৷ এবারেও তার ব্যতিক্রম হয়নি৷ সম্প্রতি তার একটি পোস্ট উঠে এল খবরেরে শিরোনামে৷
তবে সেরকম কোন গুরুতর বিষয়ে তার টুইট খবরের শিরোনামে আসেনি৷ আসলে উনি সম্প্রতি ‘সিক্রেট সুপাস্টার’ ছবিটি দেখেছেন৷ দেখে কেমন লেগেছে তা তিনি পোস্ট করে জানালেন সকলকে৷ তিনি লিখেছেন, “বিগত কয়েকবছরের মধ্যে আমার দেখা শ্রেষ্ট সিনেমা ‘সিক্রেট সুপাস্টার’৷ খুব ভালো গল্প, অভিনয় দারুণ, অসাধারণ পরিচালনা’৷
তিনি আরও লেখেন, ‘জারিনা ওয়াসিমের অভিনয় অসামান্য৷ ও ভবিষ্যতে বড় সুপাস্টার হবে আমি নিশ্চিত৷ গানগুলিও খুব ভালো৷”
এবার নিশ্চয় বুঝতে পারছেন কেন তার ট্যুইট রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে৷ যদিও অনেকে আবার তার এই ট্যুইট দেখে মজার ছলে জিজ্ঞেস করছেন, “স্যার একটু বেশি তাড়াতাড়ি দেখে ফেললেন না তো সিনেমাটি?”
বিডি প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর