শুরু হল বলিউড অভিনেত্রী সোনম কাপুর ও আনন্দ আহুজার বিয়ের উদযাপন পর্ব। কনের বাবা অনিল কাপুরের বাড়িতে এখন তারকা অতিথিদের ঢল। এরইমধ্যে পাপারাজ্জিদের ক্যামেরাবন্দী হয়েছেন রাণী মুখার্জী, করণ জোহর, জাহ্নবী ও খুশি কাপুর, অর্জুন কাপুর, কিরন খের, মোহিত মারওয়াসহ অনেকে। ভক্তদের বরাতে অন্দরে বিয়ের অনুষ্ঠানের বেশ কিছু ছবিও দেখার সুযোগ হয়েছে সবার।
মেহেদী পরানো অবস্থায় সোনমকে বেশ হাস্যোজ্জ্বল দেখা গেছে এসব ছবিতে। তার সঙ্গে বর আনন্দকেও দেখা গেছে। মেহেদী অনুষ্ঠানের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সোনমের বোন রিহা কাপুর। করণ জোহরও একটি ছবি শেয়ার করে লিখেছেন, উদযাপন শুরু!!! সোনমের বিয়ে।
বিয়েতে সোনম কী পোশাক পরবেন তা নিয়ে গুঞ্জনের শেষ ছিল না। পরে অবশ্য সোনম নিজেই জানিয়েছেন আবু-জানি সন্দীপ খোসলা, অনামিকা খান্না এবং অনুরাধা বকিল বানিয়েছেন তার বিয়ের পোশাকটি।
বিডি প্রতিদিন/৭ মে, ২০১৮/ফারজানা