মুক্তি পেয়েছে ১১ দিন হল ৷ এর মধ্যেই গোটা বিশ্বজুড়ে প্রায় ৮ হাজার ৪৬৫ কোটি ৭০ লক্ষ টাকা ব্যবসা করে ফেলেছে হলিউডি ছবি ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’৷
জানা গেছে, কম সময়ে ডিজনির ১ বিলিয়ন মার্কিন ডলার আয় করা ছবিগুলোর মধ্যে ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ ছবিটির স্থান ১৭তম। এর আগে হলিউডের সাইন্স ফিকশন ছবি ‘স্টার ওয়ারস : দ্য ফোর্স এ্যাওয়েকেন্স’ মাত্র ১২ দিনের মাথায় সফলভাবে ১০০ কোটি মার্কিন ডলার ব্যবসা করে। এ ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৫ সালে।
মার্ভেল সুপার হিরোদের নিয়ে নির্মিত ছবিটি এখন সাড়া ফেলে দিয়েছে বিশ্বের সিনেমা হলগুলোতে। ছবিটিতে একসঙ্গে অনেকগুলো সুপার হিরো অভিনয় করেন । তাদের মধ্যে রয়েছেন- ‘আয়রনম্যান’, ‘ক্যাপ্টেন আমেরিকা’, ‘হাল্ক’, ‘থর’, ‘ডক্টর স্ট্রেঞ্জ’, ‘স্পাইডারম্যান’, ‘ব্যাক উইডো’, ‘উইন্টার সোলজার’, ‘ব্ল্যাক প্যান্থার’, ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি বাহিনী’র সবাই। ছবিটি যৌথভাবে নির্মাণ করেছেন পরিচালক জো রুশো ও অ্যান্থনি রুশো।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর