দীর্ঘদিনের বন্ধু আনন্দ আহুজারকে বিয়ে করছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। ব্যবসায়ী ও উদ্যোক্তা তার এই হবু স্বামী বিপুল অংকের অর্থ সম্পদের মালিক।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, আনন্দের সম্পত্তির পরিমাণ ৩ হাজার কোটি রুপি। দক্ষিণ দিল্লিতে তার একটি বিলাসবহুল বাংলো রয়েছে। দক্ষিণ দিল্লির সবচেকে বিলাসবহুল এলাকায় আনন্দের এই বাংলো। যার দাম প্রায় ১৭৩ কোটি রুপি। ২০১৫ সালে আনন্দের দাদা এই বাংলোটি কেনেন। বিয়ের পরে এই বিলাসবহুল বাড়িতেই পা রাখবেন সোনম কাপুর।
এদিকে, সোনম কাপুর ও আনন্দ আহুজার বিয়ের উদযাপন পর্ব শুরু হয়ে গেছে। নেটদুনিয়ায় ভাইরাল হওয়া মেহেদী পরানো অবস্থায় সোনমকে বেশ হাস্যোজ্জ্বল দেখা যাচ্ছে। তার সঙ্গে বর আনন্দকেও দেখা গেছে।
বিডি-প্রতিদিন/০৬ মে, ২০১৮/মাহবুব