ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের সর্বশেষ ছবি 'চালবাজ' বক্স অফিসে ভালোই করেছে। তার পরবর্তী ছবি 'ভাইজান এল রে'। এতে তার সহশিল্পী কলকাতার শ্রাবন্তী ও পায়েল সরকার। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ছবির শুটিং শেষ। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদ উপলক্ষ্যে ছবিটি মুক্তি পাবে। ছবির গানের ভিডিও ও কিছু স্থিরচিত্র এরইমধ্যে চলচ্চিত্রপ্রেমীরা দেখেছেন।
তবে অবাক করা ব্যাপার হল ছবির পরিচালক জয়দেব মুখার্জি সম্প্রতি ছবিটি নির্মাণের অনুমতি চেয়েছেন। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির কাছে গত রবিবার তিনি এ অনুমতি চান। ছবির শিল্পী হিসেবে নাম দিয়েছেন শাকিব খান, শ্রাবন্তী ও পায়েল সরকারের।
সমিতির মহাসচিব বদিউল আলম খোকন গণমাধ্যমকে বলেন, এই নামে এই শিল্পীদের একটি সিনেমার শুটিং এরই মধ্যে শেষ হয়েছে। তাহলে শুটিং করার অনুমতি কীভাবে চাইলেন তা আমরা খতিয়ে দেখব।
তিনি আরও জানান, নিয়ম অনুযায়ী যারা আমাদের পরিচালক সমিতির সদস্য তাদের সিনেমার নাম নিবন্ধন করি। এজন্য আগে সদস্য হতে হয়। জয়দেব মুখার্জি আমাদের সমিতিতে এসেছিলেন সদস্য হওয়ার জন্য। তিনি সদস্য হওয়ার আবেদন পত্র জমাও দিয়েছেন।
বিডি প্রতিদিন/৮ মে, ২০১৮/ফারজানা