বাংলাদেশের নাট্যাঙ্গনের তিন গুণী অভিনয়শিল্পী আজাদ আবুল কালাম, রোকেয়া রফিক বেবী ও জ্যোতি সিনহা। প্রথমবারের মতো এই গুণী তিন শিল্পী একসঙ্গে হাজির হবেন নাট্যমঞ্চে। নতুন রেপার্টরি নাট্যদল ‘হৎমঞ্চ’ মঞ্চে নিয়ে আসছে নতুন নাটক ‘রুধিররঙ্গিণী’। আর এতেই অভিনয় করবেন তারা।
আগামী ১৫ মে শুভাশিস সিনহার লেখা ও নির্দেশনায় নাটকটি মঞ্চস্থ হবে। এই নাটকের মাধ্যমে প্রথমবার মণিপুরি থিয়েটারের বাইরে কোনো নাটক নির্দেশনা দিচ্ছেন তরুণ নির্দেশক শুভাশিস সিনহা।
একই সঙ্গে এই নাটকের মাধ্যমেই বাংলাদেশের নাট্যাঙ্গনে যুক্ত হতে যাচ্ছে নতুন রেপার্টরি নাট্যদল ‘হৃৎমঞ্চ’। দলটির প্রথম প্রযোজনা হিসেবে মঞ্চে আসছে নাটক ‘রুধিররঙ্গিণী’।
হৃৎমঞ্চের সমন্বয়ক পাভেল রহমান বলেন, ‘থিয়েটার আর্ট ইউনিটের রোকেয়া রফিক বেবী, প্রাচ্যনাটের আজাদ আবুল কালাম, ও মণিপুরি থিয়েটারের জ্যোতি সিনহা। দেশের প্রথম সারির তিনটি নাট্যদলের এই তিন নন্দিত শিল্পী এবার একসঙ্গে মঞ্চে অভিনয় করবেন। এটা নাট্যাঙ্গনে চমকপ্রদ একটা ঘটনা হবে।’
তিনি আরো বলেন, ‘‘বাংলাদেশের সমকালীন নাট্যমঞ্চের মেধাবী নাট্যকার ও নির্দেশক শুভাশিস সিনহা। হৃৎমঞ্চ প্রথম প্রযোজনা হিসেবে শুভাশিস সিনহার লেখা নাটক ‘রুধিররঙ্গিণী’ মঞ্চে আনছে তারই নির্দেশনায়। এ মাসেই নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে।’’
হৃৎমঞ্চের প্রথম প্রযোজনা ‘রুধিররঙ্গিণী’ নির্দেশনা দেবার পাশাপাশি দলটির আর্টিস্টিক ডিরেক্টর হিসেবেও যুক্ত আছেন শুভাশিস সিনহা।
নাট্যকার ও নির্দেশক শুভাশিস সিনহা বলেন, ‘‘প্রায়শই বলা হয়ে থাকে, আমাদের সমকালীন নাট্যসাহিত্য দুর্বল। ‘রুধিররঙ্গিণী’ সেই মতকে খারিজ করবে বলেই আশা করছি।’’
হৃৎমঞ্চ মূলত হৃদয়ের মঞ্চ। নিজস্ব মাটি ও প্রকৃতির সঙ্গে সম্পৃক্ত থেকে আন্তর্জাতিক মানের নাটক মঞ্চে আনবে এই রেপার্টরি নাট্যদলটি। এই বাসনা নিয়েই দলটির যাত্রা শুরু। হৃৎমঞ্চ নাট্যসাহিত্যের উচ্চমানের দিকে খেয়াল রেখেই আগামী প্রযোজনাগুলো মঞ্চে আনবে বলেও জানা গেছে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান