প্রথম ম্যাচে মেক্সিকোর কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে সুইডেনের বিরুদ্ধে ২-১ গোলের জয় পায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানি। তবে নির্ধারিত ৯০ মিনিটে স্কোর লাইন ১-১ থাকায় ছিটকে পড়ার শঙ্কা জেগেছিল। আর এতে করে রক্তচাপ বেড়ে গিয়েছিল বলিউড বাদশা শাহরুখ খানের। অবশ্য ইনজুরি সময়ের পঞ্চম মিনিটে মিডফিল্ডার টনি ক্রুসের চোখ জুড়ানো ফ্রি-কিকে গোলের সেই চাপ কমে তার। জার্মানিও ২-১ গোলে ম্যাচটি জিতে শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখে।
শাহরুখ খানের প্রিয় দল জার্মানি। প্রথম ম্যাচে মেক্সিকোর কাছে ১-০ গোলে জার্মানির হার হতাশ হয়েছিলেন শাহরুখ। এরপর সুইডেনের বিপক্ষেও ড্র করতে চলেছিলো জার্মানি। ম্যাচ দেখার সময় উত্তেজিত হয়ে পড়েন শাহরুখ। এমন সময় তার রক্তচাপ বেড়ে যায়। এতে অসুস্থ অনুভব করতে থাকেন তিনি। এমন সময় ম্যাচের শেষ দিকে দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল জার্মানদের হাফ ছেড়ে বাঁচার মত জয় এনে দেন ক্রুস।
পরে টুইটারে শাহরুখ জানান, ‘জার্মানির ভাগ্যকে শেষ মুহূর্তে ফিরিয়ে আনলো ক্রুস। আমার রক্তচাপ যেভাবে তারা বাড়িয়ে দিয়েছিলো, তা থামিয়ে দিলো ক্রুস। তাকে অনেক ধন্যবাদ।’
বিডি-প্রতিদিন/২৬ জুন, ২০১৮/মাহবুব