পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ নিয়ে কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদের লেখা একটি গানে আলাদা সুর দিয়েছেন দেশের জনপ্রিয় দুই সুরকার। তারা দুজন হলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল এবং ইমন সাহা। একই কথায় দুই সুরকারের ভিন্ন ভিন্ন সুরে করা গানটির দুটি ভার্সনই মাহবুবুল এ খালিদের নিজস্ব ওয়েবসাইট www.khalidsangeet.com-এ প্রকাশিত হয়েছে।
‘বছর ঘুরে এলো ফিরে’ শিরোনামের ওই গানটিতে আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুর দেয়া ভার্সনে কণ্ঠ দিয়েছেন দিনাত জাহান মুন্নি ও সাব্বির। আর ইমন সাহার সুরে সমবেত কণ্ঠের ভার্সনটি গেয়েছেন সালমা, কোনাল, সাব্বির ও আজিজ।
ওয়েবসাইটের পাশাপাশি ইউটিউবের ‘খালিদসংগীত’ চ্যানেলেও গানটির দুটি ভার্সনই প্রকাশ করা হয়েছে।
এ প্রসঙ্গে গীতিকার মাহবুবুল এ খালিদ বলেন, একই কথায় দুই জনপ্রিয় সুরকারের দেয়া সুরে ভিন্ন ভিন্ন শিল্পীর গাওয়া গান একটি বিরল ঘটনা বলা যায়। আহমেদ ইমতিয়াজ বুলবুল এবং ইমন সাহা দুটি গানের সুর ও সংগীতায়োজন বেশ যত্ন নিয়ে করেছেন। দুজনার সুরেই ধর্মীয় ভাবগাম্ভীর্য রয়েছে। আশা করছি শ্রোতাদের কাছে গানটির দুটি ভার্সনই অনেক ভালো লাগবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম