রাজধানীর উত্তরা-পশ্চিম থানার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় অভিনেত্রী-মডেল কাজী নওশাবা আহমেদের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। সোমবার ঢাকার মহানগর হাকিম মাহমুদা আক্তার এ আদেশ দেন।
পাশাপাশি নওশাবাকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসার অনুমতি দিয়েছেন।
মামলা সূত্রে জানা গেছে, নিরাপদ সড়কের দাবিতে গত ৪ অাগস্ট দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ের কর্মীদের সংঘর্ষ বাঁধার পর জিগাতলা এলাকা রণক্ষেত্রে রূপ নেয়। সংঘর্ষে শিক্ষার্থীদের মৃত্যুর ‘গুজব’ ছড়িয়ে পড়লে অভিনেত্রী নওশাবা বিকাল ৪টার দিকে ফেসবুক লাইভে জিগাতলায় হামলায় দুই ছাত্রের মৃত্যু এবং একজনের চোখ তুলে ফেলার খবর জানান।
এ ঘটনায় শনিবার রাজধানীর উত্তরা এলাকা থেকে নওশাবাকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন/ফারজানা