"ক্যাপিটাল এফএম ৯৪.৮ এ এবারের ঈদুল আজহাকে ঘিরে চলছে নানারকম আনন্দ আয়োজন।
পাঁচ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা নিয়ে গান-আড্ডার মাধ্যমে এবারও শ্রোতাদের মন ভরিয়ে তুলছে দেশের জনপ্রিয় এই রেডিও স্টেশনটি।
ঈদের দিন সকাল ৮টায় আরজে তাহমিনার সাথে শুনতে পারেন 'ঈদ স্পেশাল ক্যাপিটাল ব্রেকফাষ্ট' ।
দুপুর ১২ টায় সকল আরজে অরনী থাকবে "ঈদ স্পেশাল ক্রিসপি পিএম" নিয়ে
সিলেট-নোয়াখালী-বরিশালের আঞ্চলিক ভাষায় সাজানো 'ঈদ স্পেশাল জেলাস' শুরু হবে বিকেল ৪ টায়।
বিকেল ৫ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত ক্রেইগ ডায়াসের আয়োজন " ইউকুলেলে এন্ড মী উইথ ক্রেইজি ক্রেইগ লাইভ"
স্ট্যান্ডআপ কমেডিয়ান পাভেলকে সাথে নিয়ে সন্ধ্যা ৭ টা থেকে ৮ঃ৩০ পর্যন্ত চলবে "ঈদ স্পেশাল নাট-বল্টু", যথারীতি এখানে থাকবেন মীরাক্কেল তারকা আনোয়ারুল আলম সজল ও শাওন মজুমদার। রাত ৯ টায় আরজে অরণ্য থাকবেন তারকাদের ঈদের নানান ঘটনা নিয়ে গল্প আড্ডায় ।
রাত ১১ টায় মাকসুদের সঞ্চালনায় শিল্পী অনিমা রায় ও টুনটুন বাউলের অংশগ্রহনে আয়োজন " বাংলার গান" নিউজ টুয়েন্টিফোর থেকে সরাসরি সম্প্রচার করা হবে।
এই অনুষ্ঠান গুলোতে শ্রোতারা এসএমএস ও লাইভ ফোনকলের মাধ্যমে সম্পৃক্ত থাকতে পারবেন। SMS করার নিয়ম CFM _ NAME _ LOCATION _ SONG NAME লিখে পাঠাতে হবে 6969 নাম্বারে। আর লাইভ ফোন কলের নাম্বার– ০২৫৫০৩৬৬৫৯। ফেইসবুক লাইভ দেখতে চোখ রাখতে হবে www.facebook.com/capitalfm948 এই এড্রেসে ।"
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন