প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে বাগদান সেরে ইতিমধ্যেই মার্কিন মুলুকে পাড়ি দিয়েছেন নিক জোনাস। আগামী সেপ্টেম্বরেই বসবে নিক, প্রিয়াঙ্কার বিয়ের আসর। শোনা যাচ্ছে, নিকের ২৬ বছরের জন্মদিনেই প্রিয়াঙ্কার সঙ্গে গাঁটছড়া বাঁধবেন তিনি। কিন্তু, মুম্বাইতে বসে বাগদান পর্ব সারলেও, কোথায় বিয়ে করবেন নিক, প্রিয়াঙ্কা?
বলিউ ডলাইফের খবর অনুযায়ী, নিক, প্রিয়াঙ্কা নাকি হাওয়াই দ্বীপে বিয়ে করবেন। অর্থাৎ, পাহাড় এবং সমুদ্র ঘেরা হওয়াইতেই নিকের সঙ্গে সাতপাক ঘুরবেন পিগি। কিন্তু, বিয়ের সময় যাতে গণমাধ্যমের নজর না থাকে, একেবারে ঘনিষ্ঠদের নিয়েই বিয়ের অনুষ্ঠান সারতে চান নিক, প্রিয়াঙ্কা। আর সেই কারণেই হাওয়াইয়ের মত নিরিবিলি জায়গা তারা বেছে নিয়েছেন বলে শোনা যাচ্ছে।
প্রাক্তন বিশ্ব সুন্দরীর সঙ্গে মার্কিন পপস্টারের বিয়ে নিয়ে যাতে বেশি হইচই না হয়, সেজন্যই বিদেশে বিয়ের ব্যবস্থা করছেন নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়া। শুধু তাই নয়, নিকের অন্যতম পছন্দের জায়গা হলো হওয়াই দ্বীপ। সেই কারণে সেখানেই তারা গাঁটছড়া বাঁধতে চাইছেন বলে শোনা যাচ্ছে।
তবে হওয়াইতে বিয়ের সিদ্ধান্ত নিলেও, তা হিন্দু রীতি-নীতি মেনেই হবে বলে জানা যাচ্ছে। অর্থাৎ, নিক জোনাসের সঙ্গে সাতপাক ঘোরার সময়ও মন্ত্র উচ্চারণ করেই প্রিয়াঙ্কা মালাবদল সারতে চান।
গত শনিবার প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে বাগদান পর্ব সেরে নেন নিক জোনাস। মার্কিন মুলুক থেকে জোনাস পরিবারকে ভারতে উড়িয়ে এনে, বাগদান পর্ব সারেন প্রিয়াঙ্কা। একেবারে ভারতীয় রীতিনীতি মেনে সম্পন্ন হয় নিক-প্রিয়াঙ্কার বাগদান। এরপর শনিবার রাতেই মুম্বাইতে বসে নিক, প্রিয়াঙ্কার এনগেজমেন্ট পার্টি। যেখানে বলিউডের একাধিক সেলিব্রিটি হাজির হন।
তবে প্রিয়াঙ্কার ঘনিষ্ঠরাই বাগড়ান অনুষ্ঠানে হাজির হন। যেখানে আলিয়া ভাট, বিশাল ভরদ্বাজ, সঞ্জয় লীলা বনশালির মত বলিউডের একাধিক ব্যক্তিত্ব হাজির হন। ছিলেন প্রিয়াঙ্কা চোপড়ার বোন পরিণীতি চোপড়াও। কিন্তু, প্রিয়াঙ্কার এনগেজমেন্ট পার্টিতে হাজির হননি দীপিকা পাডুকন।
জানা গেছে, ওই দিনের পার্টি রণবীর সিং-কে আমন্ত্রণ করলেও, দীপিকাকে ডাকেননি প্রিয়াঙ্কা চোপড়া। তাই নিক, প্রিয়াঙ্কার এনগেজমেন্ট পার্টিতে হাজির হতে দেখা যায়নি দীপিকা পাডুকনকেও।
বিডি প্রতিদিন/২২ আগস্ট ২০১৮/আরাফাত