পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এফডিসিতে চারটি গরু কোরবানি দিয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতি। এসব কোরবানি দেওয়া হয়েছে চলচ্চিত্রের প্রয়াত কিংবদন্তি শিল্পী নায়করাজ রাজ্জাক, জসিম, জাফর ইকবাল, সালমান শাহ, মান্না, রানী সরকার, রোজি সিদ্দিকী, খলিলউল্লাহ খান, আমির হোসেন বাবুর নামে।
চারটি গরুর মধ্যে তিনটি দিয়েছে শিল্পী সমিতি এবং একটি দিয়েছেন অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান জানান, ঈদের নামাজ শেষে এফডিসির শিল্পী সমিতি চত্বরে চারটি গরু জবাই দেওয়া হয়। শিল্পী সমিতি যে তিনটি গরু কোরবানি দিয়েছে সেটা বিভিন্ন জনের অনুদানের টাকায়। শিল্পী সমিতির নিজস্ব ফান্ডের অর্থ দিয়ে নয়। তবে কারো থেকে কোনো চাঁদা নেয়া হয়নি।
জায়েদ খান আরও বলেন, শিল্পী সমিতি শুধু চারটি গরু কোরবানি দিচ্ছে না, এর সঙ্গে সঙ্গে সেমাই, চিনি, চাল এগুলো ঈদের শুভেচ্ছা প্যাকেট বানিয়ে সমিতির তালিকাভুক্ত সদস্যদের বাসায় পৌঁছে দিচ্ছে। সেখানে ঈদ মোবারক লেখা আছে। আর যারা অস্বচ্ছল, আর্থিক সংকটে ভুগছেন সেসব শিল্পীরা পাবেন কোরবানির মাংস।
ছবিতে শিল্পী সমিতির কোরবানির কার্যক্রম-
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর