সালমান খানের রোমানিয়ান বান্ধবী ইউলিয়া ভানতুর নাকি এবার বলিউডে পা রাখতে চলেছেন। শুধু তাই নয়, তিনি নাকি একজন কৃষ্ণ ভক্তের চরিত্রে অভিনয় করেই বি টাউনে অভিষেক করছেন। বলিউডে কান পাল্টে শোনা যাচ্ছে এমনই গুঞ্জন।
বি টাউনের খবর, পরিচালক প্রেম সোনির সিনেমা দিয়েই নাকি এবার অভিনয় জগতে পা রাখছেন ইউলিয়া ভানতুর। আর সেখানেই এক কৃষ্ণ ভক্তের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। যদিও, ইউলিয়া এ বিষয়ে এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।
যদিও সালমান খানের সঙ্গে সম্পর্কের বিষয়ে কখনও মুখ খুলবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইউলিয়া। এই একটি বিষয়, যেখানে তিনি সবকিছু গোপন রাখতে চান বলেও জানিয়েছেন এই রোমানিয়ান বিউটি।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর