ক্যাপিটাল এফএম ৯৪.৮ এ এবারের ঈদুল আজহাকে ঘিরে চলছে নানা আনন্দ আয়োজন। পাঁচ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা নিয়ে গান-আড্ডার মাধ্যমে শ্রোতাদের মন ভরিয়ে তুলছে দেশের জনপ্রিয় এই রেডিও স্টেশনটি।
আজ বৃহস্পতিবার ঈদের দ্বিতীয় দিন সকাল ৮টায় আরজে তাহমিনার সঙ্গে শোনা যাবে 'ঈদ স্পেশাল ক্যাপিটাল ব্রেকফাস্ট'। দুপুর ১২টায় সকল আরজে অরনী থাকবেন 'ঈদ স্পেশাল ক্রিসপি পিএম' নিয়ে জনপ্রিয় সঞ্চালক ইসমাত জেরিন চৈতি ও শান্তা জাহানের অংশগ্রহণে আরজে অরন্য ও রাশেদের সঙ্গে ক্যাপিটাল বকবকানি শোনা যাবে বিকেল ৩টায়।
বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ক্রেইগ ডায়াসের আয়োজন 'ইউকুলেলে অ্যান্ড মি উইথ ক্রেইজি ক্রেইগ'।
মডেল পারসা ইভানাকে সঙ্গে নিয়ে সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলবে 'ঈদ স্পেশাল নাট-বল্টু', যথারীতি এখানে থাকবেন মীরাক্কেল তারকা আনোয়ারুল আলম সজল ও শাওন মজুমদার। রাত ৯টায় আরজে অরণ্য থাকবেন তারকাদের ঈদের নানা ঘটনা নিয়ে গল্প আড্ডায়।
রাত ৯টায় ঈদ স্পেশাল বলিউড হিট লিস্ট নিয়ে থাকবেন ভারতের বিখ্যাত আরজে বেদ। রাত ১১টায় শিল্পী মাকসুদের সঞ্চালনায় সন্দীপন ও হায়দার হোসেনের অংশগ্রহণে আয়োজন 'বাংলার গান' নিউজ টুয়েন্টিফোর থেকে সরাসরি সম্প্রচার করা হবে।
এই অনুষ্ঠানগুলোতে শ্রোতারা এসএমএস ও লাইভ ফোনকলের মাধ্যমে সম্পৃক্ত থাকতে পারবেন। SMS করার নিয়ম CFM _ NAME _ LOCATION _ SONG NAME লিখে পাঠাতে হবে 6969 নাম্বারে। আর লাইভ ফোন কলের নাম্বার ০২৫৫০৩৬৬৫৯।
ফেইসবুক লাইভ দেখতে চোখ রাখতে হবে www.facebook.com/capitalfm948 এই ঠিকানায়।
বিডি প্রতিদিন/২৩ আগস্ট ২০১৮/আরাফাত