‘‘বিয়ে করার দরকার নেই, সন্তানের জন্ম দাও।’’ বলিউড 'ভাইজান' সালমান খানকে এমনই পরামর্শ দিলেন তার এক সময়ের নায়িকা রানি মুখার্জি। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন শাহরুখ খানও।
রানির এমন কথা শুনে হেসে ফেলেন সালমান খান। আসলে সবটাই নিখাদ রসিকতা। একটি রিয়েলিটি শোয়ের শ্যুটিংয়ে এভাবেই সালমান খানের সঙ্গে রসিকতায় মাতেন রানি।
জানা যায়, সালমান খানের সেই রিয়েলিটি শোয়ের নাম ‘দশ কা দম’। এখনও সেই পর্বটির সম্প্রচার হয়নি। তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই পর্বটি।
দেখা যায়, স্টেজে কিং খান ও ভাইজান বাচ্চাদের ন্যাপি বদলানোর খেলা খেলছিলেন। সেই খেলায় শাহরুখকে হারিয়ে দেন সালমান। আর তখনই রসিকতা করে রানি মুখার্জি বলে ওঠেন সেই কথা।
এছাড়াও মেয়েদের হৃদয় জয় করতে হলে সব সময় রাগী ভঙ্গিতে কথা না বলাই ভাল। ভাল করে কথা বললেই জয় করা যায় মেয়েদের মন। সেই প্রসঙ্গে সালমান জানান, তিনি ভাল করেই কথা বলেন মেয়েদের সঙ্গে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর