সাইফকন্যা সারা আলি খান তার প্রথম ছবি মুক্তির আগেই কুপোকাত করতে শুরু করেছেন দর্শকদের। শ্রীদেবী কাপুরের মেয়ে জাহ্নবীর থেকেও বেশি সারাকে পছন্দ করেছে নেটিজেনরা।
সম্প্রতি সারা'র ছবি কেদারনাথ'র মুক্তি পাওয়া নতুন গান দেখে সারার ফ্যান ফলোয়িং দ্রুতগতিতে বাড়তে শুরু করেছে। সদ্য মুক্তি পেয়েছে ‘কেদারনাথ’ ছবির নতুন গান ‘কাফিরানা’। সারার সঙ্গে বাড়তি পাওয়া হল অরিজিৎ সিংয়ের গাওয়া গান। বহুদিন পর অরিজিতের সুরে মগ্ন হল শ্রোতামহল।
সুশান্ত সিং রাজপুতকে যেন নজরেই পড়ল না দর্শকের। কে বলবে এটা সারা আলি খানের ডেবিউ ছবি। চোখে মুখে অভিনয় ক্ষমতার দৃঢ়তা ফুটে উঠছে তার। বোঝাই যাচ্ছে, নিজের আলাদা জায়গা তৈরি করতে প্রস্তুত নায়িকা।
অভিষেক কাপুর পরিচালিত ‘কেদারনাথ’ ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী ৭ ডিসেম্বর। ছবির প্রযোজনায় রয়েছেন রনি স্ক্রিউওয়ালা, প্রজ্ঞা কাপুর, অভিষেক কাপুর এবং অভিষেক নায়ার। ট্রেলার মুক্তির পর আপাতত ছবির গানের জন্য অধীর আগ্রহে বসে রয়েছে অনুগামীরা।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত