জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত রায়হান রাফি পরিচালিত বহুল আলোচিত সিনেমা 'দহন' মুক্তি পাচ্ছে আগামী ৩০ নভেম্বর। ছবির একটি গানের মাধ্যমে চলচ্চিত্রে গীতিকার-সুরকার অভিষেক হচ্ছে কণ্ঠশিল্পী বুশরা শাহরিয়ারের।
'দহন' সিনেমার মিষ্টি রোমান্টিক গান 'সকাল হাসে' গানটির কথা ও সুর করেছেন বুশরা। তার সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান এবং সঙ্গীত আয়োজনে ছিলেন ইমন সাহা। গানটির সাথে অভিনয় করেছেন সিয়াম ও পূজা। গানটি আগামীকাল সোমবার সন্ধ্যা ৭টায় গানটি জাজের ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে।
এর আগে ‘ভুবন মাঝি’ ছবির গানে কণ্ঠ দিয়েছিলেন বুশরা শাহরিয়ার। ‘আমি বোতলে পুরেছি কান্না’ শিরোনামে ওই গানের সংগীত পরিচালক ছিলেন পশ্চিমবঙ্গের প্রয়াত কালিকা প্রসাদ।
বিডি প্রতিদিন/ফারজানা