মুম্বাইয়ের রিসেপশনের আগে একটা লম্বা বক্তব্যে হবু বউয়ের প্রতি ভালোবাসা প্রমাণ দিলেন রণবীর।
অনেকগুলো বছর ধরে তিনি অপেক্ষা করছিলেন বিয়ের জন্য বলেও জানান তিনি।
'দীপিকার সঙ্গে আলাপ হওয়ার ৬ মাসের মধ্যে আমি বুঝে গিয়েছিলাম- এই মেয়েটিই আমার সন্তানের জননী হওয়ার পক্ষে উপযুক্ত, আর কেউ ওর সমকক্ষ নয়! তাই বার বার আমি বিয়ের কথা বলেছি আর দীপিকা পাশ কাটিয়ে গেছে। শেষে আমি হাল ছেড়ে দিই। বলি, আমি তৈরি আছি, তুমি রাজি হলেই বিয়ে শুরু হয়ে যাবে। যাই হোক, দীপিকা রাজি হয়েছে, আমি তাই নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান পুরুষ বলে মনে করছি! কথা দিচ্ছি- যখন যা চাইবে, তাই এনে দেবো, দাবি রণবীরের।
স্বাভাবিক ভাবেই এই বিবৃতির পরে একটু বেশিই বিশেষ হয়ে উঠেছিল রিসেপশন অনুষ্ঠান। শেষে ছবি তোলার সময়ে এক পাপারাজ্জি ভাবিজি বলে ডাকায় দীপবীরের অভিব্যক্তি! উপরে একেবারে শেষের ভিডিও! বলুন, কেমন লাগল প্রীতিভোজের বহর আর বাহার।
বিডি প্রতিদিন/২৯ নভেম্বর ২০১৮/আরাফাত